কম্পিউটারের এফ১ হইতে এফ১২ কী এর ব্যবহার।
কম্পিউটারের এফ১ হইতে এফ১২ কী এর ব্যবহার।
§ F1 – এই কী টির কাজ হলো হেল্প মেনু চালু করা। অর্থাৎ আপনি যেই প্রোগ্রামেই থাকুন না কেন কিবোর্ড থেকে সরাসরি F1 চাপলেই সেই প্রোগ্রামে অবস্থিত HELP সেন্টার / গাইডটি আপনার সামনে হাজির হয়ে যাবে।
§ F2 – কোন ফোল্ডার Rename করার জন্য এই কী টি ব্যবহার করা হয়।
§ F3 – এই কী টি চাপলে মাইক্রোসফট উইন্ডোজ, অফিস , ইন্টারনেট ব্রাউজার ইত্যাদি প্রোগ্রামে সার্চ করার অপশন চালু হবে।
§ F4 – দিয়ে মাইক্রোসফট অফিসে সর্বশেষ কাজ/লাইনটি দ্রুত পেষ্ট করা যায়। একে last action performed Repeat বলা হয়ে থাকে। আর তাছাড়া Alt+F4 প্রেস করে প্রোগ্রাম দ্রুত বন্ধ করা যায়।
§ F5 – এই কী টি মূলত কম্পিউটারে Refresh করার কাজে ব্যবহার করা হয়। তাছাড়া এটি ইন্টারনেট ব্রাউজারে পেজ Reload করার কাজেও ব্যবহৃত হয়।
§ F6 – প্রেস করে ইন্টারনেট ব্রাউজারে কার্সারকে এড্রেসবারে নিয়ে যাওয়া যায়।
§ F7 – এই কী টি ব্যবহার করে মাইক্রোসফট অফিসে গ্রামার কারেকশন করা যায়।
§ F8 – কম্পিউটার চালু হওয়ার সময় এই কী টি প্রেস করে কম্পিউটারটিকে Safe Mode এ চালু করা যায়।
§ F9 – প্রেস করে Quark 5.0 এর মেজারমেন্ট টুলবার চালু করা যায়।
§ F10 – প্রেস করে দ্রুত মেনুবার নির্বাচন করা যায়।
§ F11 – কী দ্বারা দ্রুত ফুল স্ক্রীন করা যায়।
§ F12 – দিয়ে Avro Keyboard এ ইংরেজি থেকে বাংলা লেআউটে কনভার্ট করা যায়।
0 comments: